43) Completing the basic faith of Islam. (মৌলিক বিশ্বাসের পূর্ণতা।) _ Written by Junayed Ashrafur Rahman
43) Completing the basic faith of Islam. (মৌলিক বিশ্বাসের পূর্ণতা।) _ Written by Junayed Ashrafur Rahman https://mywritingsjunayedmn1.blogspot.com/2019/12/about-me-junayed-ashrafur-rahman.html @ Junayedmn1@gmail.com Facebook Messenger https://m.me/junayedmn1 ✒
“Iman-e-Mufassal is the foundation of the basic faith of Islam. (ঈমান-ই-মুফাস্সাল মৌলিক বিশ্বাসের মূল ভিত্তি।)”
https://thebasicfaithofislamjunayedmn1.blogspot.com/2020/01/g-4-completing-of-basic-faith-of-islam.html?m=1
The basic faith has a foundation. Iman-e-Mufassal is this foundation.
Subject of Iman-e-Mufassal ✒
Belief in Allah:
Allah is Almighty; He is the absolute creator of all creations, and He is the absolute Lord (Malik) of all creations.
Belief in the Angels:
Angels are just servants of Allah, and they are created for humans by Allah.
Belief in the Divine Books:
We have to believe in the Al-Quran and the previous divine books that were sent from Allah to the prophets Dawood, Musa, and Isa (AS).
And the Al-Quran is the last and latest divine book of Allah.
Belief in the Prophets:
We have to believe in the prophets—those who were selected only by Allah.
Though the prophets were born in the world through their fathers and mothers. But they are not like us.
That means the body structures of the prophets are like ours, but spiritually they are higher than we are.
No genius, no philosopher, no scientist, or literary figure can ever be equivalent to any prophet.
And Muhammad bin Abdullah (ﷺ) is the last and final prophet of Allah for all creation.
Believe in the Final Judgment:
The Final Judgment means Qiyamah (Yawm al-Akhir).
The Final Judgment will take place after the resurrection of all humans and jinn (wa al-ba'se ba'dal maut).
Believe in Luck:
Luck is the most complex and rare subject in the basic faith of Islam.
Many previous Muslim philosophers have explained luck in various ways.
But ultimately, everyone said, “We believe in luck without any confusion (summary).”
Hujjatul Islam Imam Ghazali (Rah.) said about luck, “We have to believe in luck without any confusion,” because if we try to discover the main secret of luck, we will become more and more confused and never discover the main secret of the luck.
Believe in recreations:
After Qiyamah, all people of the world will be recreated by the order of Allah.
In the afterlife, we will be recreated with souls and bodies similar to our present lives.
Shortly, Iman-e-Mufassal is believing in Allah, His angels, His divine books, all His prophets, the final judgment (Qiyamah), fate, and re-creation.
These beliefs are enough, enough, and enough to enter Jannat.
Remember, (according to Islam) Salat, Sawm, Hajj, and Zakat are never enough to enter Jannat if basic faith is incorrect.
In Ayyam-e-Jahiliyyah (the time of ignorance), many people performed Hajj, but they were not Muslims.
Therefore, every Muslim must, must, and must believe in these basic beliefs.
And these basic beliefs are enough for uneducated, educated, busy, non-busy, and scholarly individuals without any explanations.
Explanations of the basic faith of Islam are only suitable for scholars—those who will want to describe the basic faith of Islam to the upcoming generations.
Remember, not all educated individuals are scholars, and not all scholars are leaders of nations.
Alhamdulillah, today I, Junayed Ashrafur Rahman, have completed the basic faith of Islam for all kinds of people.
In Sha Allah, next time I will explain the basic faith of Islam as guidance only for scholars—those who in the future will want to explain the basic faith of Islam to future generations. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman
24°33'58.6"N 90°41'30.4"E
My home Location ✒ https://goo.gl/maps/RoKi3ekrhkm5PAHPA , But I don't live here. Rented out to other people.
Nandail Municipality, Mymensingh, Bangladesh.
junayedmn1@gmail.com
Facebook Messenger https://m.me/junayedmn1
My Writings ✒ https://www.blogger.com/profile/11734624718328723069
702) My success in literature (writing). (লেখালেখিতে আমার সাফল্য।) – Written by Junayed Ashrafur Rahman ✒ https://literatureforalljunayedmn1.blogspot.com/2023/06/702-my-success-in-writing-written-by.html
707) After the fantasy of ministry.(মন্ত্রিত্বের ফ্যান্টাসির পরে।)– Written by Junayed Ashrafur Rahman ✒ https://mytimemyexperiencesjunayedmn1.blogspot.com/2023/06/707after-fantasy-of-ministry-written-by.html
636) About the copyright of my writing.(আমার লেখার মেধাস্বত্ব সম্পর্কে।)— Written by Junayed Ashrafur Rahman ✒ https://lawforjusticejunayedmn1.blogspot.com/2025/06/636-about-copyright-of-my-writing.html
637) Win prizes.(পুরস্কার জিতুন।) - Written by Junayed Ashrafur ✒ https://literatureforalljunayedmn1.blogspot.com/2022/10/637win-prizes-written-by-junayed.html
667) Case against AI ChatGPT. (এআই চ্যাট জিপিটির বিরুদ্ধে মামলা।) – Written by Junayed Ashrafur Rahman ✒ https://lawforjusticejunayedmn1.blogspot.com/2023/02/667case-against-chat-gpt-written-by.html http://ow.ly/Zawy104u7kO
#Intellectualproperty #Literature #Law #Contract #Writing #Wisdom
ইসলামের মৌলিক বিশ্বাসের রয়েছে একটি সুদৃঢ় ভিত্তি।
আর সেই সুদৃঢ় ভিত্তি হচ্ছে :- ঈমান-ই-মুফাস্সাল।
ঈমান-ই-মুফাস্সালের বিষয়বস্তু হচ্ছে :-
১ ) আল্লাহ্-র প্রতি বিশ্বাস স্থাপন :- আল্লাহ্ পাককে পরম স্রষ্টা, সর্বশক্তিমান, পরম প্রভু...হিসেবে মনে-প্রাণে বিশ্বাস করা।
২ ) ফেরেস্তাদের প্রতি বিশ্বাস স্থাপন :-
যিনিরা আল্লাহ্ পাকের তৈরি করা নূর (স্বর্গীয় আলোক শক্তি) দ্বারা সৃষ্ট।
তিনিরা আল্লাহ্ পাকের হুকুম হুবহু পালন করেন এবং সব ধরণের পাপ থেকে সম্পূর্ণ মুক্ত ।
৩ ) স্বর্গীয় গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন :-
আল্লাহ্ পাক মানব জাতির নির্দেশনার জন্য শুধুমাত্র নবীগণের (আ.) প্রতি স্বর্গীয় গ্রন্থ প্রেরণ করেছিলেন।
তাওরাত, যবুর, ইঞ্জিল ও ক্বোরান হচ্ছে উল্লেখযোগ্য স্বর্গীয় গ্রন্থ।
এবং আল-ক্বোরান হচ্ছে অতীতের সকল স্বর্গীয় গ্রন্থের সারমর্ম স্বরূপ।
৪ ) নবীগণের (আ.) প্রতি ঈমান :-
তাঁরা মা-বাবার মাধ্যমে (হযরত আদম ও ঈসা আ. ব্যতিত) জন্ম গ্রহণ করলেও আমাদের মতো মানুষ নন।
অর্থাৎ , দৈহিক গঠনের দিক দিয়ে তাঁদের হাত-পা-মাথাসহ সমগ্র দেহ আমাদের মতো হলেও আত্মা ও সম্মানের দিক দিয়ে আমাদের চেয়ে অনেক উর্ধে তাঁদের মর্যাদা।
তাঁরা অসাধারণ মানুষ ও ঐশ্বরিক শক্তির অধিকারি।
এমনকি, পৃথিবীর কোন দার্শনিক, বৈজ্ঞানিক, লেখক, সাহিত্যিক....যতো বড় প্রতিভার অধিকারিই হয়ে থাকুন না কেন - তাঁরা কখনই কোন নবীর (আ.) সমতুল্য হতে পারবেন না।
তাঁরা সব ধরণের পাপকর্ম থেকে সম্পূর্ণ মুক্ত।
এবং হযরত মুহাম্মাদ (সা.) হচ্ছেন আল্লাহ্-র সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল।
৫ ) পরলোকের(আখেরাত) প্রতি বিশ্বাস স্থাপন :-
এই পৃথিবীতে করা পাপ-পুন্যের (সওয়াব-গুনাহর) ফলাফল স্বরূপ প্রত্যেক মানুষ স্বর্গ অথবা নরকে (জান্নাত-যাহান্নাম) প্রবেশ করবে।
৬ ) ভাগ্যের (তাক্বদির) প্রতি বিশ্বাস স্থাপন :- আল্লাহ্ পাক সর্ব বিষয়ে সব চেয়ে বেশি জানেন।
তাই, তিনি জানেন কোন মানুষ পৃথিবীতে আগমণ করে কী কী কাজ করবেন।
তাই তিনি প্রত্যেক ব্যক্তির ভবিষ্যতের কর্মধারা ও কর্মফল ঐশ্বরিক কলম দ্বারা লিখে রেখেছেন।
* প্রকৃতপক্ষে, ভাগ্য একটা জটিল বিষয় - যা নিয়ে গবেষণা না করে বিশ্বাস স্থাপন করাই নিরাপদ !
কেননা, ভাগ্য নিয়ে গবেষণা করে কেউ কখনই কোন চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারবেন না।
৭ ) ক্বিয়ামতের পর মানুষের পুনরায় জীবিত হওয়ার প্রতি বিশ্বাস স্থাপন :-
ক্বিয়ামত সঙ্ঘটিত হওয়ার সময় সকল সৃষ্ট জীবের পাশাপাশি সব মানুষই মৃত্যু বরণ করবেন এবং ক্বিয়ামতের পর সব মানুষ পুনরায় স্বশরীরে জীবিত হবেন।
এই জীবিত হওয়াটা শুধু আত্মার দিক দিয়েই নয় - দেহের দিক দিয়েও হবে।
অর্থাৎ, আমরা বর্তমানে যেভাবে জীবিত আছি - ঠিক এইভাবেই ক্বিয়ামতের পর জীবিত হবো।
🌟 এই সাতটি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপনই হচ্ছে ইসলামের মৌলিক বিশ্বাসের মূল ভিত্তি।
এই বিষয়গুলো ছাড়া ঈমান বিষয়ক যতো আলোচনা আছে, সেগুলো এই সাত বিষয়ের বিস্তারিত আলোচনা ছাড়া কিছুই না।
আর ঐসব বিস্তারিত আলোচনা জানা সবার জন্য জরুরিও না।
শুধুমাত্র যাঁরা ধর্ম নিয়ে গবেষণা করেন, তাঁদের জন্যই ঐসব বিস্তারিত আলোচনা জানা জরুরি।
🌟🌟 আলহামদুলিল্লাহ্ ! আজ আমি -জুনায়েদ আশরাফুর রহমান- সব ধরণের মানুষের জন্য ইসলামের মৌলিক বিশ্বাস ব্যাখ্যা করেছি।
এই সাতটি বিষয়ের প্রতি বিশ্বাস নিয়ে যে কোন ব্যক্তি মৃত্যু বরণ করলে - ইনশাআল্লাহ্, কোন না কোন সময় জান্নাতে প্রবেশ করবেন।
* আর ভবিষ্যতে আমি মৌলিক বিশ্বাসের ব্যাপারে যেসব আলোচনা করবো - সেগুলো শুধুমাত্র সেইসব ব্যক্তিদের জন্যই প্রযোজ্য হবে, যাঁরা মৌলিক বিশ্বাস নিয়ে ভবিষ্যতে গবেষণা করবেন।
(ইসলাম অনুযায়ী) এই সত্য সব মুসলমানেরই মনে রাখা উচিৎ যে, মৌলিক বিশ্বাস সঠিক না রেখে যে যত নামায, রোজা, হজ্ব, যকাত...আদায় করুন না কেন, তা এই দুনিয়াতে কাজে লাগলেও পরকালে জান্নাতে প্রবেশের কোন কাজে লাগবে না।
Comments
Post a Comment