310) পুনর্জন্ম ও পুনরুত্থান (Rebirth and resurrection)। - Written by Junayed Ashrafur Rahman ✒

310 https://v.gd/BM0Z3Z ) পুনর্জন্ম ও পুনরুত্থান (Rebirth and resurrection)। - Written by https://v.gd/JkGxYN Junayed Ashrafur Rahman 📧 Junayedmn1@gmail.com ✒


#religion #theology #basicfaith


 🌟 Rebirth and resurrection seem to be the same, but there are many differences between the two.


 🌟 Rebirth ✒ 


 According to Hinduism, when a person dies, he is reborn as a result of work.


 If he sins, he is born a demon or an animal in the next life.


 And if one does virtue, then in the next birth one gets a greater birth.


 So Hindus believe that Sri Ramachandra was born as Krishna in the next birth.


 And some souls are liberated and no longer born.


 🌟 Resurrection ✒ 


 By the command of Allah, after the Resurrection, everyone from the first human being Adam (peace be upon him) to the last human being will be resurrected.


 No one is born again after death. Only after the resurrection will man regain his body. This is the resurrection.


 We must believe in the resurrection if we are to become Muslims.


 But the idea of ​​reincarnation in Islam - faith is not allowed. ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 



🌟 পুনর্জন্ম ও পুনরুত্থান এক রকম মনে হলেও এই দুইয়ের মধ্যে আছে অনেক ব্যবধান।


🌟 পুনর্জন্ম ✒


হিন্দু ধর্ম অনুসারে , মানুষ মারা গেলে কর্মফল হিসেবে আবার জন্ম গ্রহণ করে।


যদি পাপ করে , তবে পরের জন্মে অসুর অথবা পশু হয়ে জন্ম নেয়।


আর যদি পুণ্য করে , তবে পরের জন্মে আরও মহান জন্ম লাভ করে।


তাই হিন্দুরা বিশ্বাস করেন , শ্রী রামচন্দ্র পরের জন্মে শ্রীকৃষ্ণ হয়ে জন্ম গ্রহণ করেছিলেন।


এবং কিছু আত্মা মুক্তিলাভ করে আর জন্ম গ্রহণ করে না।


🌟 পুনরুত্থান ✒


আল্লাহর হুকুমে কিয়ামতের পরে প্রথম মানব হযরত আদম (আ.) থেকে সর্বশেষে জন্ম নেয়া মানুষ পর্যন্ত সকলেই পুনরায় দেহ ধারণ করে জীবিত হবেন।


মানুষের মৃত্যুর পরে কেউই আবার জন্ম গ্রহণ করেন না। একমাত্র কিয়ামতের পরেই মানুষ পুনরায় দেহ ধারণ করবেন। এটা হচ্ছে পুনরুত্থান।


আমাদেরকে মুসলমান হতে হলে অবশ্যই পুনরুত্থানের বিষয়ে বিশ্বাসী হতে হবে।


কিন্তু ইসলাম ধর্মে পুনর্জন্মের ধারণা - বিশ্বাসের কোন অনুমতি নাই। ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 

Comments

Popular posts from this blog

24) THE ACTUAL PROPHET RESPECTERS ✒ 😊🌏🎉🎂 HAPPY BIRTHDAY TO The Last And The Latest Prophet Muhammad Bin Abdullah Sallallahu Alaihi Wasallam ﷺ! - 🙌🏻⌨️📲 Written by Junayed Ashrafur Rahman

573)THE BASIC FAITH OF ISLAM AND THE HUMAN SOCIETY.- Written by Junayed Ashrafur Rahman

ONENESS AND THE INDIVIDUALITY OF ALLAH. - Written by Junayed Ashrafur Rahman